07/29/2025 যান্ত্রিক ত্রুটি থেকে আতংক, ডেনভারে উড়ানের আগেই খালি করা হলো উড়োজাহাজ
মুনা নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫ ২২:১২
রানওয়েতে দাঁড়িয়ে ছিল উড়োজাহাজটি। যাত্রীরা সবাই উঠে বসেছেন। ক্রুরাও প্রস্তুত। আর একটু পর উড়াল দেবে। তখনই ঘটে বিপত্তি। উড়ানের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বড় কোনো অঘটন ঘটেনি। আরোহীদের জরুরি স্লাইড ব্যবহার করে উড়োজাহাজ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।
ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে। আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আকাশসেবা সংস্থাটি বলেছে, উড়োজাহাজটির গন্তব্য ছিল মায়ামি। বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটিতে ১৭৩ যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।
উড়োজাহাজের যাত্রীরা জানান, উড়ানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ হয়। ছড়িয়ে পড়ে ধোঁয়া। তা দেখে উড়োজাহাজে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে সম্ভাব্য সমস্যার কারণে যাত্রীদের জরুরি স্লাইড বেয়ে নিচে নামিয়ে আনা হয়েছে। ডেনভার থেকে উড়ান দেওয়ার আগে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, যাত্রীরা তাঁদের মালপত্র ও শিশুদের নিয়ে উড়োজাহাজের সামনের অংশের জরুরি স্লাইড বেয়ে নিচে নেমে আসছেন। পরে তাঁদের বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সময় উড়োজাহাজটিতে ছিলেন ১৭ বছরের শাই আর্মিস্ট্রেড। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিকট শব্দের পরপর উড়োজাহাজটি হঠাৎ কাঁপতে শুরু করে। রানওয়ের বাঁ দিকে সরে যেতে থাকে। আমি তখন শক্ত করে আমার বন্ধুর হাত ধরে ছিলাম। এর পর হঠাৎ উড়োজাহাজটি থেমে যায়। সবাই সামনের দিকে ঝুঁকে পড়েন। আমরা দ্রুত স্লাইড বেয়ে নেমে আসি।’
আমেরিকান এয়ারলাইনস জানায়, এ ঘটনায় সামান্য আঘাত পাওয়া এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও পাঁচজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত করে দেখছে এফএএ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উড়োজাহাজটির উড়ান আপাতত স্থগিত রাখা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.