07/27/2025 মুনা ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে শিক্ষা অধিবেশন অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৫:১৩
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেম্বার এবং অ্যাসোসিয়েট মেম্বারদের নিয়ে শিক্ষা অধিবেশন ২০২৫। গত ২২ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রুকলিনের বায়তুল মামুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শিক্ষা অধিবেশনটি ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক ও ফলপ্রসূ।
অনুষ্ঠানের সূচনা হয় মহাগ্রন্থ আল-কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে, তিলাওয়াত করেন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান মুয়াজ্জিন হাফেজ মাওলানা ক্বারী কাজী মাসুদুর রহমান। এরপর পবিত্র কুরআনের দারস পেশ করেন সালাহউদ্দিন রাসেল।
অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ, যিনি নেতৃত্বের গুণাবলি এবং আদর্শ বৈশিষ্ট্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
চা বিরতি ও মাগরিবের নামাজের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ আল আরিফ। অনুষ্ঠানে আরও আলোচনা রাখেন মুনার সাবেক মজলিসে শূরা সদস্য মোশাররফ মাওলা সূজন এবং ব্রুকলিন ইস্ট চ্যাপ্টার কো-অর্ডিনেটর আমিনূর রসূল জামশেদ।
মুনা ব্রুকলিন ইস্ট চ্যাপ্টার সেক্রেটারি মাওলানা নায়েব আলী-এর সঞ্চালনায় শিক্ষা অধিবেশনের পুরো আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও সুশোভিত। অনুষ্ঠানের শেষপ্রান্তে সমাপনী বক্তব্য প্রদান করেন অধিবেশন সভাপতি ও চ্যাপ্টার প্রেসিডেন্ট মাওলানা মোতাসিম বিল্লাহ সিরাজী ।
অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন চ্যাপ্টারের কর্মপরিষদ সদস্যবৃন্দ।
সালাহউদ্দিন রাসেল
নিউ ইয়র্ক থেকে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.