07/25/2025 অতীতের বস্তাপঁচা জাতীয় নির্বাচন আর চাই না: জামায়াত আমির
মুনা নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৫ ২১:২৩
আগামী বছরের প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে, দেরি হলে দেশে নানা জটিলতা তৈরি হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানিবাজার উপজেলা জামায়াতের আয়োজনে জনশক্তি ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তবে আগের মতো বস্তাপঁচা নিয়মে নয়, সংস্কার করে নির্বাচন দরকার বলে জানান তিনি।
চারিত্রিক সম্পদের কারণে দেশ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন , ‘দেশে দুর্নীতির বহুরুপ আছে। তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এর কারণেই দেশ তার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ’
স্থানীয় নির্বাচন সম্পর্কে জামায়াতের আমির বলেন, ‘অপরিপক্ব নির্বাচন চায় না জামায়াত। শুধু দেশের মানুষের দুর্ভোগ কমানোর জন্য স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল জামায়াত।’
ডা. শফিকুর রহমান জানান, মানবিক দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জন্য জামায়াত প্রস্তুত। - স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশের পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
সমাবেশে কেন্দ্রীয় জামায়াতসহ সিলেটের জেলা উপজেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.