07/18/2025 রাশিয়ার পাসপোর্ট পেলো যুক্তরাষ্ট্রের যে নাগরিক
মুনা নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ১০:২৯
রাশিয়ার নাগরিকত্ব পেলেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের সময় রুশ সেনাকে গোপনে সাহায্য করার পুরস্কার হিসেবেই ওই নাগরিককে নিজেদের পাসপোর্ট দিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার সংবাদমাধ্যমেই এই খবর প্রচারিত হয়েছে।
ওই নাগরিকের নাম ড্যানিয়েল রিচার্ড মার্টিনডেল। ইউক্রেনের সেনাবাহিনীকে পর্যুদস্ত করতে গোপনে তিনি রুশ সেনাকে সাহায্য করেন। পরবর্তী সময়ে পূর্ব ইউক্রেন থেকে তাকে উদ্ধার করে রাশিয়ার স্পেশ্যাল ফোর্স। মঙ্গলবার ক্রেমলিনে তার হাতেই রাশিয়ার পাসপোর্ট তুলে দেওয়া হয়। রুশ ভাষায় তাকে বলতে শোনা যায়, ‘আমি ড্যানিয়েল রিচার্ড মার্টিনডেল স্বেচ্ছায় এবং সজ্ঞানে রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করছি এবং সংবিধান মেনে চলার শপথ নিচ্ছি।’
সংবাদমাধ্যমের সামনে তিনি আরও বলেন, ‘রাশিয়া শুধু আমার ঘরবাড়িই নয়, আমার পরিবারের মতো। রাশিয়া এখন থেকে শুধু আমার হৃদয়ে থাকবে না, আইনি ভাবেও এখন থেকে আমি রাশিয়ার নাগরিক।’
রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই মার্টিনডেলকে রাশিয়ার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রের কোনও প্রতিনিধির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বঘোষিত খ্রিস্টান সন্ন্যাসী মার্টিনডেল অন্যান্য অনেক বিদেশির মতোই রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেন। যদিও ইউক্রেনে লুকিয়ে থেকে তার মতো খুব সংখ্যক বিদেশিই রাশিয়াকে সাহায্য করেছেন। ২০১৮ সাল থেকেই রাশিয়ায় বসবাস করছেন মার্টিনডেল। সেই সূত্রেই রাশিয়ার প্রতি প্রেম গড়ে ওঠে তার।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পুরোদস্তুর হামলা চালানো শুরুর আগে থেকেই পোল্যান্ডে থাকতে শুরু করেন মার্টিনডেল। সেই সময়েই সাইকেলে চড়ে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড থেকে ইউক্রেনে ঢুকে পড়েন তিনি।
রাশিয়ার সঙ্গে সংঘাতের সময় ইউক্রেনের লিভিভ শহরে থাকতে শুরু করেন তিনি। মার্টিনডেল জানিয়েছেন, নিছক যুদ্ধের সময়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকার জন্যই এই ঝুঁকি নিয়েছিলেন তিনি। এর পরের দু বছর পূর্ব ইউক্রেনের একটি গ্রামে লুকিয়ে থেকে রুশ বাহিনীকে সাহায্য করেন মার্টিনডেল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.