07/16/2025 প্রকাশিত হলো ২০২৫ সালের সেরা এয়ারলাইন্সের তালিকা, দেখে নিন একনজর
মুনা নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫ ২৩:০১
বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে ২০২৫ সালের মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কাতার এয়ারওয়েজ। প্যারিস এয়ার শোতে লে বোর্জে এয়ারপোর্টের এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ১৭ জুন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
টানা দুই বছর শীর্ষ স্থান ধরে রাখল কাতার এয়ারওয়েজ। ২০২৩ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রথম স্থান দখল করলেও এবার তাদেরকে দ্বিতীয় স্থানে নামিয়ে শীর্ষে উঠে এল কাতারের এই গর্বিত সংস্থা। উল্লেখযোগ্যভাবে, ১৯৯৯ সালে এ পুরস্কার চালুর পর এটি কাতার এয়ারওয়েজের নবমবার শীর্ষস্থান দখল।
একই সঙ্গে কাতার এয়ারওয়েজ "মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন", "বিশ্বের সেরা বিজনেস ক্লাস" এবং "সেরা বিজনেস ক্লাস এয়ারলাইন লাউঞ্জ" বিভাগেও শীর্ষস্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, যারা পেয়েছে "বিশ্বের সেরা কেবিন ক্রু", "বিশ্বের সেরা ফার্স্ট ক্লাস" এবং "এশিয়ার সেরা এয়ারলাইন" খেতাব।
তৃতীয় স্থান অধিকার করেছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক। চতুর্থ হয়েছে এমিরেটস এয়ারলাইন, যারা ১৪০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। পঞ্চম স্থানে রয়েছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (ANA)। শীর্ষ দশে আরও রয়েছে: তুর্কিশ এয়ারলাইন্স, কোরিয়ান এয়ার, এয়ার ফ্রান্স, জাপান এয়ারলাইন্স এবং হাইনান এয়ারলাইন্স।
স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী এডওয়ার্ড প্লেইস্টেড বলেন, “এই বছর অনেক পূর্ববর্তী বিজয়ী প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে। গ্রাহকরা পরিষেবার গুণগত মানের ধারাবাহিকতা খুব ভালোভাবে মূল্যায়ন করেছেন।”
পুরস্কারগুলোর ফলাফল নির্ধারণে ২০২৫ সালে ৩২৫টিরও বেশি এয়ারলাইনের ওপর ২২ মিলিয়নের বেশি গ্রাহকের মতামত গ্রহণ করা হয়। স্কাইট্র্যাক্স ১৯৯৯ সাল থেকে এই স্বীকৃতি প্রদান করে আসছে এবং প্রতিষ্ঠানটি এই পুরস্কারগুলিকে “সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ” বলে দাবি করে।
এবার আসুন দেখে নেই ২০২৫ সালের সেরা ২০ এয়ারলাইন্সের তালিকা-
১. কাতার এয়ারওয়েজ (Qatar Airways)
২. সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airlines)
৩. ক্যাথে প্যাসিফিক (Cathay Pacific)
৪. এমিরেটস (Emirates)
৫. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ (ANA All Nippon Airways)
৬. তুর্কিশ এয়ারলাইন্স (Turkish Airlines)
৭. কোরিয়ান এয়ার (Korean Air)
৮. এয়ার ফ্রান্স (Air France)
৯. জাপান এয়ারলাইন্স (Japan Airlines)
১০. হাইনান এয়ারলাইন্স (Hainan Airlines)
১১. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (Swiss International Air Lines)
১২. ইভা এয়ার (EVA Air)
১৩. ব্রিটিশ এয়ারওয়েজ (British Airways)
১৪. কান্তাস এয়ারওয়েজ (Qantas Airways)
১৫. লুফথানসা (Lufthansa)
১৬. ভার্জিন আটলান্টিক (Virgin Atlantic)
১৭. সৌদি এয়ারলাইন্স (Saudi Arabian Airlines)
১৮. স্টারলাক্স এয়ারলাইন্স (STARLUX Airlines)
১৯. এয়ার কানাডা (Air Canada)
২০. আইবেরিয়া এয়ারলাইন্স (Iberia)
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.