07/16/2025 নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির ইন্তেকাল
মুনা নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫ ১৫:৪৩
৮২ বছর বয়সে মারা গেলেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে মারা যান তিনি। রোববার এক্সে এক পোস্টে এ তথ্য দেন, নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র।
এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা জানিয়েছে, ২০১৫ সালের সাধারণ নির্বাচনে ইতিহাস গড়েছিলেন বুহারি। আধুনিক নাইজেরিয়ার ইতিহাসে তিনিই প্রথম বিরোধীদলীয় প্রার্থী হিসেবে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে নির্বাচনে হারিয়ে দেন। গুডলাক জোনাথনকে পরাজিত করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হন বুহারি। ২০১৫ সালের নির্বাচনকে নাইজেরিয়ার অন্যতম সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়।
১৯৮০ সালে সামরিক অভ্যুথানের মাধ্যমে প্রথম ক্ষমতায় আসেন বুহারি। পরবর্তী সময়ে বেসামরিক রাজনীতিক হিসেবে আত্মপ্রকাশ করেন বুহারি। তখন তিনি নিজের একটি ‘নমনীয়’ ভাবমূর্তি গড়ে তোলেন। তিনি নিজেকে ‘পরিবর্তিত গণতন্ত্রী’ হিসেবে পরিচয় দিতেন।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে সমর্থকরা তাকে সংস্কারক হিসেবে অভিহিত করেন। তবে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন জনমনে নিরাপত্তাহীনতা দেখা দেয়। তিনি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে পরাজিত করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তবে তার মেয়াদের শেষের দিকে নাইজেরিয়ার বৃহত্তর অংশে অস্ত্রধারী, বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পায়।
২০১৫ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত টানা নাইজেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বুহারি। বুহারি নাইজেরিয়ার গণতান্ত্রিক পরিবর্তনের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। যদিও যে রূপান্তরের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সর্বশেষ বুহারির মৃতদেহ দাফনের জন্য তার জন্মস্থান কাটসিনা রাজ্যে নেয়া হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.