07/14/2025 বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় হজ পালনকারীরা ফেরত পাবেন বাড়ি ভাড়ার টাকা
মুনা নিউজ ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ১০:৩৫
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে (হাজি) উদ্বৃত্ত আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে রোববার (১৩ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
তিনি জানান, উদ্বৃত্ত টাকা থেকে প্যাকেজভেদে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সর্বনিম্ন ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা ফেরত দেওয়া হবে।
তিনি বলেন, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই। হাজিদের সেবা করা সরকারের একমাত্র ব্রত। আমরা এ বছর হজ প্যাকেজে বাড়ি করার জন্য যে পরিমাণ টাকা ধার্য করেছিলাম তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কমেছে। ইতোমধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব চূড়ান্ত করেছি। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করব।
সাধারণ হজ প্যাকেজ-১ এর হাজিদের ৪, ৫ ও ৬ নম্বর বাড়িতে রাখা হয় জানিয়ে উপদেষ্টা বলেন, ৪ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৩ হাজার ২৭ টাকা ফেরত পাবেন। ৫ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৩ হাজার ৫৭০ টাকা ফেরত পাবেন, এ বাড়িতে শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি। ৬ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন, এ বাড়িতেও শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি।
‘সাধারণ হজ প্যাকেজ-২ এর হাজিদের ১, ২ ও ৩ নম্বর বাড়িতে রাখা হয়। ১ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৯ হাজার ১৯২ টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫১ হাজার ৬৯২ টাকা ফেরত পাবেন। ২ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২১ হাজার ১৪২ টাকা ফেরত পাবেন এবং শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫৩ হাজার ৬৪২ টাকা ফেরত পাবেন। ৩ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৪ হাজার ২৬২ টাকা ফেরত পাবেন, এ বাড়িতে শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি মাধ্যমের ৪ হাজার ৯৭৮ জন হাজিকে আমরা সর্বমোট ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দিব। যত দ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।
তিনি বলেন, এ টাকা পাঠাতে মন্ত্রণালয় থেকে কাউকে ফোন করা কিংবা ডেবিট/ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ/নগদ/রকেট-এর কোনো পিন নম্বর চাওয়া হয় না। এমনটি যদি কেউ করে তাহলে আপনারা নিশ্চিত জেনে রাখুন সে প্রতারক। এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকুন।
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়া হবে কি না- জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, লাভ হিসাবে উদ্বৃত্ত এই টাকাটা আমরা নিজেরা ভোগ করে থাকি। নানামুখী চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে সরকারকে হজ ব্যবস্থাপনার বিষয়টি সম্পন্ন করতে হয়েছে বলে জানান উপদেষ্টা।
এবার হজে ধর্ম মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা একটি টিম স্পিরিট নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন খালিদ হোসেন বলেন, এর ফলে এ বছর হজে যেতে না পারার বেদনায় কাউকে কাঁদতে হয়নি। কোনো হজ ফ্লাইট বিপর্যয় হয়নি। হজযাত্রীদের মধ্যে কোনোরূপ হট্টগোল, হৈ চৈ, শোরগোল দেখা যায়নি। বাংলাদেশের নিবন্ধিত শতভাগ হজযাত্রী হজ পালন করতে পেরেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এ বছরের হজ ব্যবস্থাপনা একটি মাইলফলক।
এ বছর হজের সফরকে সহজ, মসৃণ, নিরাপদ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে তৈরি করা হয় 'Labbaik' মোবাইল অ্যাপস, প্রি পেইড কার্ড ও সাশ্রয়ী রেটে বিশেষ ফোন রোমিং প্যাকেজ বিশেষ সহায়ক হয়েছে বলে জানান উপদেষ্টা।
হজযাত্রীদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে সৌদি আরবে একটি সিন্ডিকেট কাজ করে বলে অভিযোগ রয়েছে। এতে বাড়ি ভাড়া বেড়ে যায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম উপদেষ্টা বলেন, এবার সবাই মিলে যাচাই-বাছাই করে বাড়ি ভাড়া করা হয়েছে। এছাড়া সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে বাড়ি ভাড়ার পার্থক্য হয়ে থাকে। আমার মনে হচ্ছে এবার সিন্ডিকেট কাজ করতে পারেনি। সিন্ডিকেট সক্রিয় ছিল না। আপনাদের পরামর্শ এবং এই উৎকণ্ঠা আমরা বিবেচনায় রাখবো। ২০২৬ সালে হজ যেন আরও নির্বিঘ্ন করা যায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট এবং সতর্কতা অবলম্বন করব। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এম আফতাব হোসেন প্রামানিকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.