07/13/2025 যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক নিয়ে কিছু বিষয় এখনও অমীমাংসীত: দূতাবাস
মুনা নিউজ ডেস্ক
১২ জুলাই ২০২৫ ২১:৩১
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কছাড়ের বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় কিছু বিষয়ের মীমাংসা হয়নি এখনও। তিনদিনের বৈঠক শেষে দুই দেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছালেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারেনি। এ কারণে শুল্কছাড়ের বিষয়ে দুই দেশের মধ্যে আবারও বৈঠক হবে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শনিবার (১২ জুলাই) ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানিয়েছে, আগামী বৈঠকের আগে উভয় দেশ নিজ নিজ দফতরের সঙ্গে আলোচনা করবে। এরপর শিগগির ভার্চুয়ালি অথবা সামনাসামনি পরবর্তী বৈঠকের সময় ও তারিখ ঠিক করা হবে।
তিনদিনের আলোচনার পর বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ জানিয়েছেন।
ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দূতাবাস জানিয়েছে, বাণিজ্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব রোববার দেশে ফিরবেন। প্রয়োজনে পরবর্তী আলোচনায় অংশ নিতে তারা আবার যুক্তরাষ্ট্র যাবেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.