07/08/2025 মসজিদুল হারামের খুতবা শুনা যাবে বাংলাসহ ৩৫ ভাষায়
মুনা নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৫ ২১:৩৭
ইতিহাসে প্রথমবারের মতো বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদুল হারামে অনুষ্ঠিত জুমার খুতবা। গত শুক্রবার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এই ঘোষণা দেন।
এদিন খুতবা প্রদান ও জুমার নামাজের ইমামতি করবেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস। প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে খুতবার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্ব মুসলিমের মাঝে আন্তঃসংযোগ স্থাপন ও সভ্যতা ও সংস্কৃতির বিনিময়ে সেতুবন্ধন তৈরিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। লাইভ অনুবাদের ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তে বসে মুসলমানরা নিজ নিজ ভাষায় এই গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তা গ্রহণ করতে পারবেন। এটি ধর্মীয় সম্প্রচারে এক যুগান্তকারী পদক্ষেপ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.