07/08/2025 নতুন শুল্ক কার্যকরের সময়সীমা ১ আগস্ট পর্যন্ত বাড়ালো ট্রাম্প প্রশাসন
মুনা নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৫ ২০:৪৬
যুক্তরাষ্ট্র খুব শিগগির কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। রোববার (৬ জুলাই) এসব কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন নিউ জার্সিতে গলফ খেলে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
প্রেসিডেন্ট বলেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে। একই সঙ্গে তিনি বলেন, যেসব দেশ চুক্তি করতে ব্যর্থ হবে, তাদের ওপর উচ্চহারে শুল্ক বসবে। এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প ১০ শতাংশভিত্তিক শুল্ক এবং ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন। যদিও সেটি তৎক্ষণাৎ কার্যকর না করে ৯ জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন। এখন নতুন সময়সীমা অনুযায়ী, উচ্চহারে শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে।
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, প্রেসিডেন্ট এখন শুল্কহার নির্ধারণ করছেন এবং যেসব দেশের সঙ্গে চুক্তি হচ্ছে না, তাদের চিঠি পাঠানো হবে।এদিকে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বড় বড় বাণিজ্য চুক্তির ঘোষণা আসছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রগতি হচ্ছে।
তিনি আরও জানান, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অল্প, এমন শতাধিক ছোট দেশকেও শিগগির শুল্ক বৃদ্ধির নোটিশ পাঠানো হবে। হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রধান কেভিন হ্যাসেট বলেন, যেসব দেশ আন্তরিকভাবে আলোচনা করছে, তাদের জন্য সময়সীমা কিছুটা পেছাতে পারে। শেষ সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজের আরেক উপদেষ্টা স্টিফেন মিরান বলেন, ইউরোপ ও ভারতের সঙ্গে আলোচনা নিয়ে আমি ভালো খবর পাচ্ছি। যেসব দেশ ছাড় দিতে প্রস্তুত, তারা তুলনামূলক কম শুল্ক পাবে। বাণিজ্য ঘাটতির ৯৫ শতাংশ ১৮টি প্রধান অংশীদার দেশের সঙ্গেতাদের সঙ্গেই মূল আলোচনা চলছে বলে জানান বেসেন্ট। কিন্তু ‘অনেক দেশ টানাটানি করছে’ বলেও অভিযোগ করেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.