07/05/2025 দীর্ঘ বিতর্কের পর হাউসে অনুমোদিত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’
মুনা নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৫ ২২:৩৫
প্রতিনিধি পরিষদ (হাউসে) প্রায় ২৯ ঘণ্টার টানা বিতর্ক শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যাপক করছাড় ও ব্যয় পরিকল্পনা সংবলিত বিল ‘বিগ বিউটিফুল বিল’ পাস হয়েছে। প্রতিনিধি পরিষদে বিলটি ২১৮ বনাম ২১৪ ভোটে অনুমোদিত হয়।
ডেমোক্রেট দলের ২১২ জন সদস্য বিলটির বিরুদ্ধে ভোট দেন। এছাড়া রিপাবলিকান দলের দুই সদস্য থমাস ম্যাসি (কেন্টাকি) ও ব্রায়ান ফিটজপ্যাট্রিক (পেনসিলভানিয়া) বিলটির বিরোধিতা করেন। হাউস স্পিকার মাইক জনসন বলেন, আমি এই ভিশনে বিশ্বাস করি, আমি এই দলের ওপর আস্থা রাখি, আমি আমেরিকাকে বিশ্বাস করি।
এই বিলটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে। ট্রাম্প এর আগেই চেয়েছিলেন যে ৪ জুলাই স্বাধীনতা দিবসের আগেই এটি পাস হোক। এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে, ইমিগ্রেশন নিরাপত্তা জোরদারে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে ও ২০১৭ সালের করছাড় স্থায়ী করা হবে, যা ধনীদের জন্য বড় সুবিধা নিয়ে আসবে।
তাছাড়া ব্যয় সংকোচনের অংশ হিসেবে মেডিকেইড (নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা) এবং ফুড স্ট্যাম্প সুবিধা হ্রাস করা হয়েছে। কংগ্রেসনাল বাজেট অফিস জানিয়েছে, এই বিল কার্যকর হলে আগামী ১০ বছরে ১৭ মিলিয়ন (১ কোটি ৭০ লাখ) মানুষ স্বাস্থ্যবিমা হারাবে। একই সময়ে বাজেট ঘাটতি বাড়বে ৩.৩ ট্রিলিয়ন ডলার।
ডেমোক্রেট নেতারা এই বিলকে ধনীদের করছাড় দিয়ে দরিদ্রদের অধিকার কেড়ে নেওয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, এই বিলের ফলে সমাজের সবচেয়ে ধনী শ্রেণি লাভবান হবে, আর দরিদ্র জনগণ স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা হারাবে। বিলটি এখন আইনে পরিণত হওয়ার পথে, যা ট্রাম্প প্রশাসনের অন্যতম বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.