07/03/2025 জাপানের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫ ২২:৪৯
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে জাপানের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই পদক্ষেপ জাপানের জন্য কঠিন হতে পারে এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ককে অস্থিরতার মুখোমুখি করতে পারে।
গত এপ্রিল মাসে ট্রাম্প জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে তা ৯০ দিনের জন্য ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল, যাতে দুই দেশ চুক্তি নিয়ে আলোচনা করতে পারে। সেই সময়সীমা ৯ জুলাই শেষ হতে চলেছে, এবং ট্রাম্প বলছেন তিনি এই সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছেন না।
ট্রাম্পের এই হুমকির পেছনে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং জাপানের সাথে আরও অনুকূল চুক্তি করার ইচ্ছা রয়েছে। তিনি সম্প্রতি সাংবাদিকদের বলেন, "আমরা জাপানের সঙ্গে লেনদেন করেছি, তবে আমি নিশ্চিত নই যে আমরা কোনো চুক্তি করতে পারব। আমার সন্দেহ আছে।" এই মন্তব্যে দুই দেশের মধ্যে আলোচনা কেমন হবে তার ওপর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জাপান সরকার এখনও ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে, দেশটির ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বলেন, "আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কথাগুলো জানি, কিন্তু কর্মকর্তাদের প্রতিটি বক্তব্যের ওপর আমরা মন্তব্য করি না।"
বর্তমানে জাপানের বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ শুল্কের আওতায় আছে। বিশেষ করে জাপানি যানবাহন ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে। পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের হার ৫০ শতাংশ।
এদিকে, জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছেন, "আমরা চুক্তি করতে চাই, তবে এমন কোনো চুক্তি হবে না যা আমাদের কৃষকদের ক্ষতি করে।" এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, জাপান কোনোভাবেই নিজেদের কৃষকদের নিরাপত্তা ছাড় দিতে চায় না।
আগামী জুলাইয়ের ৯ তারিখে শেষ হওয়া সময়সীমার পরে যদি দুই দেশের মধ্যে চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর বড় ধরনের শুল্ক আরোপের সম্ভাবনা বেড়ে যাবে, যা বিশ্ববাণিজ্যে অস্থিরতার সৃষ্টি করতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.