07/01/2025 টিকটকের জন্য 'খুবই ধনী' ক্রেতা খুঁজে পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫ ১০:৫১
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের জন্য ক্রেতা খুঁজে পেয়েছেন। তিনি ওই ক্রেতাদের ‘খুব ধনী’ বলে বর্ণনা করেছেন। আর মোটামুটি দুই সপ্তাহের মধ্যে তাদের পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, তিনি যে চুক্তিটি তৈরি করছেন, তা এগিয়ে নিতে সম্ভবত চীনের অনুমোদন লাগবে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এটি অনুমোদন করবেন বলেও মনে করছেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে টিকটকের মালিক চীনভিত্তিক প্রতিষ্ঠান বাইটডান্সকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বিক্রির সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। এ নিয়ে তিনবার সময়সীমা বাড়ালেন ট্রাম্প।
এই বসন্তে একটি চুক্তি তৈরির কাজ চলছিল। চুক্তির আওতায় টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে একটি নতুন প্রতিষ্ঠানে পরিণত করার কথা ছিল। সে অনুযায়ী এর মালিকানা ও পরিচালনার ভার থাকত স্থানীয় বিনিয়োগকারীদের হাতে। কিন্তু ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানিয়ে দেয়, তারা এটির অনুমোদন দেবে না। ফলে সে চুক্তি স্থগিত হয়ে যায়।
২০২৪ সালের একটি আইন অনুযায়ী, বাইটডান্স যদি টিকটকের যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রি না করে অথবা বিক্রির ব্যাপারে যথেষ্ট অগ্রগতি দেখাতে না পারে, তাহলে টিকটককে এ বছরের ১৯ জানুয়ারির মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। ট্রাম্প মনে করেন, গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়াতে টিকটক ভূমিকা রেখেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.