11/25/2024 ওয়াগনার বিদ্রোহীদের দমনের হুঁশিয়ারি চেচেন নেতার
মুনা নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৩ ১৩:৫৪
ইউক্রেনের বাখমুত দখলের কৃতিত্ব দিয়ে যাদের প্রশংসা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ওয়াগনার বাহিনীই দেশে ফিরে পুতিনবিরোধী বিদ্রোহের ডাক দিয়েছে। এরইমধ্যে একটি আঞ্চলিক সেনা দফতর নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে বাহিনীটি।
এবার এই ঘটনার প্রতিক্রিয়ায় চেচেন নেতা রমজান কাদিরভ বিদ্রোহী গোষ্ঠীদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বিদ্রোহীদের দমন করার হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব কথা তিনি সমর্থন করেন। খবর বিবিসি ও রয়টার্সের।
এক টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, আপনাকে যে লক্ষ্য দেওয়া হোক না কেন, আপনাকে যে প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, আমাদের রাষ্ট্রের সুরক্ষা এবং রাশিয়ান সমাজের সংহতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ডের চেচেন যোদ্ধারা ইতিমধ্যেই সহিংস এলাকা চলে গেছে।
উল্লেখ্য, কাদিরভ ২০০৭ সাল থেকে দক্ষিণ রাশিয়ার একটি প্রজাতন্ত্র চেচনিয়া শাসন করেছেন। তিনি একনিষ্ঠভাবে পুতিনকে সমর্থন করেন। এছাড়া রাশিয়াকে সমর্থন দিয়ে ইউক্রেন যুদ্ধে ওয়াগনার অংশগ্রহণ করায় তাকেও সমর্থন দিয়েছে কাদিরভ।
সূত্র : বিবিসি / রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.