11/28/2024 পায়ে হেঁটে হজে গেলেন পাকিস্তানি যুবক
মুনা নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৩ ১১:৪২
পবিত্র হজপালনের জন্য পায়ে হেঁটে সৌদি আরব পৌঁছেছেন পাকিস্তানি এক যুবক। উসমান আরশাদ নামে ২৫ বছর বয়সি এক তরুণ সাড়ে ছয় মাস হাঁটার পর পৌঁছান সৌদি আরবে। খবর রয়টার্সের।
এই দীর্ঘ পথযাত্রায় পাকিস্তান থেকে প্রথমে ইরানে পৌঁছান আরশাদ। এর পর সেখান থেকে বাহরাইনে যান তিনি। তার পর সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরবে পৌঁছান।
এ তরুণ জানান, প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটারের মতো পথ হেঁটেছেন। পাকিস্তানের পাঞ্জাব থেকে মক্কা পৌঁছাতে পায়ে হেঁটে মোট পাঁচ হাজার ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে আরশাদকে। নিজের ভিডিওবার্তায় দীর্ঘ এই যাত্রার বিভিন্ন ঘটনা ধারণ করেন তিনি।
তিনি জানান, প্রথম দিকে তার কাছে শুধু ওমরাহ ভিসা ছিল। পরে মক্কায় পৌঁছলে পাকিস্তান হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষের সহায়তায় হজ ভিসা পেয়েছেন। এই দীর্ঘ পথযাত্রায় উসমান আরশাদের প্রায় সাড়ে আট লাখ রুপি খরচ হয়েছে।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.