05/29/2025 হজের খুতবার দায়িত্ব পেলেন শায়খ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ
মুনা নিউজ ডেস্ক
২৬ মে ২০২৫ ০৮:০৫
এবার হজের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে এ খুতবা দেবেন তিনি। সেদিন তার ইমামতিতে নামাজও আদায় করবেন হাজীরা।
শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।
সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে শায়খ সালেহ বিন হুমাইদ হাজীদের উদ্দেশে খুতবা দেবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মোহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেয়ার অনুমোদন দেন। এ খবর দিয়েছে সৌদি গ্যাজেট।
এতে বলা হয়, আরাফার দিনটি হজের চূড়ান্ত পর্ব। যা হজের চারটি স্তম্ভের একটি এবং অবশ্য পালনীয়। আরাফাতের খুতবার পর এক আজানেই যোহর ও আসরের নামাজ আদায় করা হয়। এরপর শুরু হয় উকুফে আরাফার আমল। সৌদি আরবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন শায়খ বিন হুমাইদ।
যার মধ্যে রয়েছে- শুরা কাউন্সিলের স্পিকার, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির প্রেসিডেন্ট, দুই পবিত্র মসজিদের সাধারণ প্রেসিডেন্সির প্রধান এবং সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা।
প্রসঙ্গত, প্রতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় যান লাখ লাখ হাজী। হাজীদের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটির প্রশাসন। বিশেষ করে হাজীরা যেন প্রচন্ড গরমে অসুস্থ হয়ে না পড়েন সে বিষয়ে বিশেষ নজর রাখা হয়। অন্যদিকে হজের মৌসুমে অবৈধ অভিবাসন রোধেও বেশ কঠোর অবস্থানে থাকে সৌদি। এবারও তার ব্যাতিক্রম নয়। নিয়মবিহর্ভূত উপায়ে কেউ সে দেশে থাকার চেষ্টা করলে তার অর্থদণ্ড ও জেল হতে পারে বলে হুশিয়ার করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.