07/10/2025 মুনার ন্যাশনাল লিডারশিপ ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
২৪ মে ২০২৫ ২৩:৩৬
অনুষ্ঠিত হয়েছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল লিডারশিপ ক্যাম্প। গত ১৫-১৮ মে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের হোটেল রামাডায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
১৫ মে, প্রথমদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় রেজিস্ট্রেশন এর মাধ্যমে চার দিনব্যাপী এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। প্রথম দিনের প্যানেল আলোচক ছিলেন উস্তাদ খলিল-উর রহমান চিশতি। ইশার সালাতের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী দিবসের সেশন।
১৬ মে, দ্বিতীয় দিন উস্তাদ খলিল-উর রহমান চিশতির দারসুল কুরআন-এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় দিনের প্রধান সেশনে নর্থ আমেরিকায় ইসলাম প্র্যাকটিসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ডাঃ সাঈদুর রহমান চৌধুরী। জুমার সালাতের পর তাজদীদ-উদ-দ্বীনের উপর বিশেষ আলোচনা করেন উস্তাদ খলিল-উর রহমান চিশতি। 'পারিবারিক জীবনে ইসলামী আন্দোলনের গুরুত্ব' বিষয়ের উপর আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হারুন-অর রশীদ। এই সেশন পরিচালনা করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এডুকেশন ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ্ আল আরিফ।
১৭ মে, তৃতীয় দিন অনুষ্ঠানের শুরতে দারসুল কুরআন পেশ করেন উস্তাদ খলিল-উর রহমান চিশতি। এরপর 'পশ্চিমে দাওয়াতি কাজের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' বিষয়ে আলোচনা করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর শায়খ আহমেদ আবু উবায়দা ও ড. মোহাম্মদ রুহুল আমীন। লাঞ্চ ও যোহরের সালাতের বিরতির পর কুরআন পাঠের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ড. মোহাম্মদ রুহুল আমিন। বিকেলের সেশনে 'তাযকিয়াতুন নফ্স'-এর উপরে আলোচনা করেন শায়খ আবু সামিহা সিরাজুল ইসলাম। সেশন পরিচালনা করেন মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইমাম আবুল বাশার ফয়জুল্লাহ্।
১৮ মে, শেষ দিনের প্রধান সেশনে ইসলামী নেতৃত্ব গঠনে ত্যাগ ও কুরবানির ভূমিকা শীর্ষক গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান ও ডাঃ সাইদুর রহমান চৌধুরী এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী।
পরিশেষে মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইনের সমাপনী বক্তব্য এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে চার দিনের লিডারশিপ ক্যাম্পটি শেষ হয়। লিডারশিপ ক্যাম্পে প্রতিরাতেই কিয়ামুল লাইল আদায় করেন অংশগ্রহণকারী ডেলিগেটবৃন্দ।
ন্যাশনাল লিডারশিপ ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল এবং জোন নেতৃবৃন্দ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.