05/23/2025 উদ্বোধনেই দূর্ঘটনার কবলে উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজ
মুনা নিউজ ডেস্ক
২২ মে ২০২৫ ১৮:১০
উদ্বোধনের দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজ। এতেই ক্ষোভে ফুঁসছেন দেশটির নেতা কিম জং উন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করা হয়। তবে ৫ হাজার টনের ডেস্ট্রয়ারের তলদেশের কিছু অংশ ভেঙ্গে পড়ায় জাহাজটি ভারসাম্য হারায়।
বন্দর শহর চোংজিনের পূর্বাঞ্চলে একটি শিপইয়ার্ডে (জাহাজ নির্মাণের স্থান) ওই ঘটনা ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং উন। তিনি ওই ঘটনাকে ‘সম্পূর্ণ অসাবধানতা’ এবং দায়িত্বজ্ঞানহীনতা বলে অভিহিত করেছেন। জুনে দলীয় সভার আগে তিনি জাহাজটি ঠিক করার নির্দেশ দিয়েছেন। এছাড়া জাহাজটির নকশা তৈরির সঙ্গে জড়িতদের ওই ঘটনার জন্য দায়ী করেছেন।
তিনি বলেন, এক মুহূর্তের মধ্যে আমাদের জাতির মর্যাদা ও গর্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দায়িত্বজ্ঞানহীন ত্রুটিগুলো আগামী মাসে একটি পূর্ণাঙ্গ সভায় মোকাবেলা করা হবে বলেও হুমকি দেন। তবে এর সঙ্গে সংশ্লিষ্টদের কী শাস্তি দেয়া হবে তা এখনো স্পষ্ট নয়। বলে রাখা ভালো, কর্তৃত্ববাদী রাষ্ট্রটির মানবাধিকার রেকর্ড খুবই খারাপ।
অধিকার বিষয়ক কর্মীরা বলেন, দেশটিতে যেকোনো কারণে জেল হতে পারে। দক্ষিণ কোরিয়ার ডিভিডি দেখা থেকে শুরু করে দল ত্যাগ করতে চাওয়া এমন যেকোনো কারণে জেল হতে পারে। দেশটি যদিও নিজেদের অভ্যন্তরীণ বিষয় খুব কমই প্রকাশ্যে আনে। ছয় মাস আগে দেশটি মাঝ আকাশে একটি সামরিক উপগ্রহের বিস্ফোরণকে ‘মারাত্মক ব্যর্থতা’ হিসেবে আখ্যা দেয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমালোচনা করে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ৫ হাজার টনের নতুন একটি ডেস্ট্রয়ার উন্মোচন করে উত্তর কোরিয়া। যা ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম বলে দাবি করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.