05/23/2025 আততায়ীর গুলিতে ওয়াশিংটন ইসরাইলি দূতাবাসে নিহত ২
মুনা নিউজ ডেস্ক
২২ মে ২০২৫ ১৫:৩০
ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ক্যাপিটাল জিউইস মিউজিয়ামের কাছে এ ঘটনা ঘটে। ইসরাইলি কর্মকর্তারা এটিকে ‘ইহুদিবিরোধী সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছেন।
ঘটনাস্থল এফবিআই-এর ওয়াশিংটন ফিল্ড অফিসের কাছেই অবস্থিত। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এ খবর নিশ্চিত করে বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে বুধবার রাতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সক্রিয় তদন্ত করছি এবং পরিবারগুলোর জন্য প্রার্থনা জানাই। অপরাধীকে বিচারের মুখোমুখি করা হবে। খবর অনলাইন এনডিটিভির।
এতে বলা হয়, নিহত দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তারা উভয়েই যুক্তরাষ্ট্রে ইসরাইলি কূটনৈতিক মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। ইসরাইলি দূতাবাস কেবলমাত্র এ ঘটনার সত্যতা স্বীকার করলেও দূতাবাস বা রাষ্ট্রদূতের উপস্থিতি বিষয়ে কিছু জানায়নি।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আমাদের টিম এবং আমি ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে ইহুদি জাদুঘরের বাইরে গুলির ঘটনার বিষয়ে ব্রিফিং পেয়েছি। আমরা এমপিডির ( মেট্রোপলিটন পুলিশ) সঙ্গে কাজ করছি এবং দ্রুত তথ্য সংগ্রহে চেষ্টা করছি। ঘটনার সময় ক্যাপিটাল জিউইস মিউজিয়ামে আমেরিকান জিউইস কমিটির (এজেসি) একটি অনুষ্ঠান চলছিল।
এজেসির প্রধান নির্বাহী টেড ডয়েচ বলেন, এমন একটি মর্মান্তিক সহিংস ঘটনা এই অনুষ্ঠানস্থলের বাইরে ঘটায় আমরা গভীরভাবে মর্মাহত। ওয়াশিংটন ডিসি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের খোঁজে তল্লাশি শুরু করে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ডিসি অঞ্চলের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জিনিন পিরো ঘটনাস্থলে পৌঁছান এবং একটি পূর্ণাঙ্গ ফেডারেল তদন্তের প্রতিশ্রুতি দেন। বন্ডি জানান, আমরা সমন্বিতভাবে কাজ করছি এবং জনগণকে তথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে ‘নৃশংস ও ইহুদিবিদ্বেষী সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.