05/23/2025 আমিরাত-যুক্তরাষ্ট্র ২০০ বিলিয়ন ডলার চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৬ মে ২০২৫ ২৩:১৭
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ মে) এসব চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজ জানিয়েছে, আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে উড়োজাহাজ কিনতে সাড়ে ১৪ বিলিয়ন বা ১৪০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এছাড়া দুদেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে পরিচালিত ক্যাম্পাস উদ্বোধন করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাইরে এটি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় এআই স্থাপনা।
এর আগে মধ্যপ্রাচ্য সফরে কাতারের সঙ্গেও বড় অংকের চুক্তি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। ধারণা করা হচ্ছে, দুই দেশের মধ্যে এসব চুক্তির আওতায় কমপক্ষে ১ লাখ ২০ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কাতার এয়ারওয়েজের সঙ্গে ৯ হাজার ৬০০ কোটি ডলারের চুক্তি হয়েছে ট্রাম্পের। এর আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং ৭৭৭ এক্স সিরিজের মোট ২১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলারের চুক্তি করে সৌদি আরব। মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চুক্তিগুলো স্বাক্ষর করেন। হোয়াইট হাউজ থেকে জানানো হয়, চুক্তির প্রথম দফায় জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তির মতো বিষয় গুরুত্ব পেয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.