11/25/2024 ৬ ঘণ্টারও কম সময়ে চারবার কেঁপে উঠলো মিয়ানমার
মুনা নিউজ ডেস্ক
২২ জুন ২০২৩ ১৯:২১
৬ ঘণ্টারও কম সময়ে পরপর চারবার ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার। (২২ জুন) বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এসব ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মিয়ানমারে চার দফা ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ‘ভারতীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে (মিয়ানমার সময় রাত ১২টা ৫৬) মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের ২২৭ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার।’
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তিনটি ভূমিকম্পের কথাই নিশ্চিত করেছে। প্রথম ভূমিকম্পটি মিয়ানমারের ইয়াঙ্গুনে আঘাত হানে ভারতীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। আর দ্বিতীয় দফার ভূমিকম্পের পর বৃহস্পতিবার ভোরে মিয়ানমারে তৃতীয় দফায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।
গণমাধমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টারও কম সময়ে চার দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। রাত ১২টার কিছু আগে প্রথম কম্পনের প্রায় তিন ঘণ্টা পর মিয়ানমারে দ্বিতীয় দফায় কম্পন হয়। আর এর প্রায় ৩ ঘণ্টা পর তৃতীয় দফায় ভূমিকম্প প্রত্যক্ষ করে দেশটি।
এর আগে গত মে মাসে দুই দফায় ভূমিকম্পে কাঁপে মিয়ানমার। মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে হওয়া প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪ দশমিক ২।
এরপর একই মাসের ২২ তারিখ সকালে আঘাত হানা দ্বিতীয় দফার ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.