05/10/2025 সৌদি গণমাধ্যম জানালো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
মুনা নিউজ ডেস্ক
৪ মে ২০২৫ ১২:৪৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করছে সৌদি আরব। এ বছর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন। এর আগের দিন অর্থাৎ ৫ জুন হতে পারে পবিত্র আরাফাতের দিন। জ্যোতির্বিদদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল আরাবিয়া।
এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ানের মতে, আগামী ২৭ মে সকালে জিলহজ্জ মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি নিশ্চিত হয়, তাহলে ২৮ মে হবে জিলহজ্জ মাসের প্রথম দিন। এই গণনা অনুযায়ী, জিলহজ্জ মাসের দশম দিন অর্থাৎ ঈদুল আজহা পালিত হবে ৬ জুন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ইতিমধ্যেই ৫ জুন আরাফাতের দিনের সরকারি ছুটি এরপর ৬ জুন থেকে ৮ জুন পর্যন্ত ঈদুল আজহার তিন দিনের সরকারি ও বেসরকারি ছুটি ঘোষণা করেছে।
জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এই তারিখই আনুষ্ঠানিক নয়। ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে।
এ দিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.