04/29/2025 ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের একাংশ
মুনা নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫ ১১:১৩
ইউরোপের তিন দেশ স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের কিছু অংশে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে জনজীবন একপ্রকার অচল হয়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এই বিপর্যয় শুরু হয়। স্পেনের বিদ্যুৎ সংযোগ সংস্থা রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, বিপর্যয়ের কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।
তবে এটি ছয় থেকে দশ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, এই বিপর্যয়ের পেছনে সাইবার হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে স্পেন ও পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দেয়। ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হয় ও হাসপাতালগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে। মেট্রো ও এলিভেটরে আটকে পড়েন বহু মানুষ।
স্পেনের রাজধানী মাদ্রিদে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পুলিশ সাইরেনের শব্দ ও হেলিকপ্টারের গর্জনে কেঁপে ওঠে আকাশ। টরে এম্পেরাদর নামের একটি সুউচ্চ ভবন সিঁড়ি দিয়ে খালি করে ফেলা হয়। স্কুলে আটকে পড়া সন্তানদের খোঁজে উদ্বিগ্ন অভিভাবকেরা সংকেতহীন ফোনে যোগাযোগের চেষ্টা চালান।
মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইদা এক ভিডিও বার্তায় নাগরিকদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানান। স্পেনের বিমানবন্দর ব্যবস্থাপক এইএনএ দেশজুড়ে ফ্লাইট বিলম্বের কথা জানিয়েছে।
অন্যদিকে, পর্তুগালের বিমানবন্দর অপারেটর এএনএ জানিয়েছে, জরুরি জেনারেটর ব্যবহার করে পোর্তো ও ফারো বিমানবন্দরে ন্যূনতম কার্যক্রম বজায় রাখা হয়েছে, তবে লিসবনে কিছু সীমাবদ্ধতা দেখা দিয়েছে। মেডেইরা ও আজোরেস বিমানবন্দর এখন পর্যন্ত এই বিভ্রাটের প্রভাবের বাইরে রয়েছে।
স্পেন ও পর্তুগালের সরকার এই বিদ্যুৎ বিপর্যয় নিয়ে জরুরি বৈঠকে বসে। স্পেনের একটি সূত্র জানিয়েছে, বিপর্যয় ফ্রান্সের কিছু অংশেও সাময়িকভাবে প্রভাব ফেলেছিল। স্পেনে একটি সংকট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিদ্যুৎ সংযোগ কেন্দ্র রেড ইলেক্ট্রিকার নিয়ন্ত্রণকেন্দ্র পরিদর্শন করেন। স্প্যানিশ সরকার জানায়, সরকার এই ঘটনার উৎস ও প্রভাব নির্ধারণে কাজ করছে এবং দ্রুত সমাধানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেড ইলেক্ট্রিকা আঞ্চলিক বিদ্যুৎ সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে। পর্তুগিজ ইউটিলিটি সংস্থা আরইএন জানিয়েছে, তারা ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের পরিকল্পনা কার্যকর করেছে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা স্পেন ও পর্তুগালের কর্তৃপক্ষ এবং ইউরোপীয় বিদ্যুৎ সংযোগ সংস্থার সঙ্গে যোগাযোগ করছে বিভ্রাটের কারণ অনুসন্ধানের জন্য।
বড় আকারের এমন বিদ্যুৎ বিভ্রাট ইউরোপে বিরল। উল্লেখ্য, ২০০৩ সালে ইতালি ও সুইজারল্যান্ডের মধ্যে একটি জলবিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দেওয়ায় পুরো ইতালির বিদ্যুৎ সংযোগ ১২ ঘণ্টার জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.