04/28/2025 জাকারবার্গ-পিসিলার বিনা বেতনের স্কুল বন্ধ করে দেয়া হবে
মুনা সাংগঠনিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫ ২০:৪৬
২০১৬ সালে মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় জোড়া ‘প্রাইমারি স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজিআই)-এর একটি উদ্যোগ।
স্কুল দু'টি ছিল সম্পূর্ণ অবৈতনিক এবং এর লক্ষ্য ছিল নিম্নআয়ের পরিবারগুলোর শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা একসঙ্গে প্রদান করা। যা ছিল শিশু রোগ বিশেষজ্ঞ প্রিসিলা চ্যানের পেশাগত অভিজ্ঞতার প্রতিফলন ছিল।
তবে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শেষে এই দুই স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এক বিবৃতিতে পরিবারের সদস্যদের জানানো হয়, এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত কঠিন, তবে এর বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। জানা গেছে, স্কুল বন্ধের পেছনে প্রধান কারণ হলো ট্রম্প প্রশাসন কর্তৃক সিজিআই-এর আর্থিক সহায়তা প্রত্যাহার।
সিজিআই সরাসরি অর্থায়ন বন্ধের বিষয়টি নিয়ে মন্তব্য না করলেও জানিয়েছে, স্কুল বন্ধের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের জন্য ৫ কোটি ডলার অনুদান প্রদান করা হবে। স্কুল বন্ধের এই ঘোষণা এমন এক সময় এলো যখন সিজিআই ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের পরিবর্তন চলছে।
এই প্রাইমারি স্কুল শিক্ষা ও স্বাস্থ্যসেবা একসঙ্গে এনে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এক অনন্য মডেল তৈরি করেছিল। এই প্রাইমারি স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৯৫ শতাংশের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য।
কিন্তু চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা এখন থেকে সামাজিক কার্যক্রমের বদলে বিজ্ঞানে বিনিয়োগ বাড়াবে। যার ফলে বন্ধ হতে যাচ্ছে এই স্কুলও।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.