04/24/2025 মধ্য মে-তে সৌদি আরব, কাতার ও আমিরাত সফর করবেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ১১:৩০
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের পরিকল্পিত বিনিয়োগকে আরও সুসংহত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত মধ্যপ্রাচ্য সফর করবেন। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের কাছে এই ভ্রমণের কথা ঘোষণা করেন।
লেভিট জানান, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোমে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। সাম্প্রতিক শুল্কনীতি ও বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। ধনী উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আরও বেশি বিনিয়োগ টানার চেষ্টা ট্রাম্প অনেক আগে থেকেই করে আসছেন।
রিয়াদ মার্কিন যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে তারা যদি অত্যাধুনিক সেমিকন্ডাক্টরগুলোতে অ্যাক্সেস পেতে সক্ষম হয় তবে আগামী দশকে যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টার অংশ।
মঙ্গলবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কথা বলার পর এই ঘোষণা আসে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.