04/22/2025 গাজা যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিলো কাতার ও মিশর
মুনা নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ১৬:৪১
হামাস-ইসরাইল যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গাজা যুদ্ধ বন্ধ করতে নতুন প্রস্তাব পেশ করেছে কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা। নতুন এই প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের স্থায়ী যুদ্ধবিরতির উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এছাড়াও সেখানে ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে সকল ইসরাইলি জিম্মির মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রস্তাব দেয়া হয়েছে।
সম্প্রতি হামাসের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব খারিজ করে দেয়ার পর নতুন করে প্রস্তাব পেশ করলো মিশর ও কাতার। এই প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে হামাসের একজন ঊর্ধ্বতন নেতা কায়রোতে গিয়েছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে এখন পর্যন্ত নতুন প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরাইল।
এমন এক সময় এই প্রস্তাবের কথা বলা হচ্ছে যখন গত মাস থেকে একতরফাভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে গাজায় পূর্ণ মাত্রার হামলা শুরু করেছে ইসরাইল। যদিও উভয় পক্ষই একে অন্যকে দায়ী করেছে। তবে বাস্তবতা হচ্ছে গত ১৮ মার্চ পুনরায় ইসরাইলের হামলা শুরুর পর নতুন করে প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন এই প্রস্তাবের বিষয়ে আলাপ করতে কায়রোতে গিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার নেতা মোহাম্মদ দারউইশ এবং মধ্যস্থতাকারীরর প্রধান খলিল আল হাইয়া।
এদিকে শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নিঃশেষ করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না তিনি। এর মাধ্যমে তিনি সকল জিম্মিকে মুক্ত করার অঙ্গীকার করেছেন। জিম্মিদের মুক্তির আগে ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছে হামাস।
ফিলিস্তিনের ওই কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিন সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত হামাস। তারা এক্ষেত্রে জাতীয় এবং আঞ্চলিক যে কারও সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত রয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, পশ্চিম তীরের প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ) অথবা অন্য কোনো নতুন কর্তৃপক্ষের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে হামাস। তখন থেকেই হামাসের বিকল্প হিসেবে গাজায় পিএ- এর সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২৪০ জনে পৌঁছেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.