04/22/2025 আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতার পৌঁছেছের প্রধান উপদেষ্টা
মুনা নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ১০:২৭
আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন । প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।
প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। সেখানে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ রয়েছেন।
দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।
চার দিনের এ সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, অধ্যাপক ইউনূস অন্যান্য কর্মসূচির পাশাপাশি কাতারের উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা কাতার চ্যারিটি ও কাতার ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কাতার-ভিত্তিক টিভি চ্যানেল ‘আল জাজিরা’কে একটি সাক্ষাৎকার দেবেন।
শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের এলএনজি আমদানি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তাই বৃহত্তর জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ২৩ এপ্রিল একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন হবে, যেখানে বাংলাদেশ ইতিবাচক সাড়া আশা করছে।
এছাড়া ভিসা সংক্রান্ত বিষয়েও আলোচনা এবং রোহিঙ্গা ইস্যুতে একটি কনফারেন্স হবে। কনফারেন্সে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্ব দেবেন, যেখানে বিশ্বের অংশীদাররা অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ২৫ এপ্রিল ভোরে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.