04/22/2025 চীনের সাংহাইয়ে বসানো হলো বিশ্বের প্রথম 'গোল্ড এটিএম' : আগ্রহীদের ভিড়
মুনা নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৫ ২০:২০
সোনার দাম আকাশছোঁয়া। সেই সাথে সোনা বিক্রির জন্য এটিই উপযুক্ত সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবহে সাধারণ মানুষের সুবিধার জন্য অভিনব ব্যবস্থা নিয়েছে চীন। বিশ্বের মধ্যে এই প্রথম সাংহাইয়ের এক মলে বসানো হয়েছে একটি গোল্ড এটিএম। আর এই এটিএম ঘিরে মলের ক্রেতাদের মধ্যে আগ্রহের শেষ নেই।
সোনা বিক্রি করে বেড়ে চলা দামের সুবিধা তোলাই হোক বা প্রয়োজন মেটানো, এই এটিএমের জুড়ি মেলা ভার। জানা গিয়েছে, চীনের কিংহুড গ্রুপ নামে এক সংস্থা সাংহাইয়ের একটি মলে বসিয়েছে অভিনব এই এটিএম মেশিন। যেখানে গয়না রাখলে আধুনিক প্রযুক্তির মেশিন সেটি গলিয়ে, ওজন করে ৯৯.৯৯ শতাংশ শুদ্ধতা যাচাই করবে।
সাংহাই গোল্ড এক্সচেঞ্জের লাইভ রেটের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। দোকানে গিয়ে ঠকে যাওয়ার ভয় নেই এখানে। গোটা প্রক্রিয়া চলছে গ্রাহকের চোখের সামনেই। সাম্প্রতিক সময়ে সোনার দাম যেভাবে বেড়ে চলেছে তার থেকে মুনাফা আদায় করতে সাংহাইয়ের মলে লাইন দিয়ে এটিএমে সোনার গয়না বিক্রি করছেন মানুষ।
তানসু ইয়েগেন নামের এক ব্যক্তি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে গোল্ড এটিএমের ভিডিও শেয়ার করার পরেই মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। ভিডিও দেখার পরে অখিলেশ কুমার নামের এক ভারতীয় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দারুণ । আশা করি খুব তাড়াতাড়ি ভারতেও গোল্ড এটিএম দেখা যাবে।’ আর এক ব্যক্তি মজা করে লিখেছেন, ‘ভারতের জন্য এটি অসাধারণ, কিন্তু চেন ছিনতাইকারীর জন্য কাজের জিনিস।’
অবশ্য ভারতে গোল্ড এটিএম না থাকলেও সোনা ক্রয়ের জন্য সম্প্রতি একটি এটিএম বসেছে কর্নাটক রাজ্যে। কর্নাটকের ‘তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি’র (TMCC) উদ্যোগে বসেছে এই এটিএম। সংস্থার তরফে এর নামকরণ করা হয়েছে ‘টিএমসিসি গোল্ডসিক্কা’। যেখানে গ্রাহকরা কিনতে পারবেন ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.