04/20/2025 ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ১৮:২৯
যুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগ নিচ্ছেন। তিনি দ্রুত যুদ্ধবিরতি চান। আর যদি অগ্রগতি না হয়, তাহলে শান্তি চেষ্টা থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে বলেও হুমকি দিয়েছেন তিনি। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। পরে সেখানকার রুশপন্থীরা গণভোট আয়োজন করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন, রাশিয়াকে তিনি এক ইঞ্চি জমিও ছাড়বেন না। তিনি বলেন, যুদ্ধবিরতির আগে কোনো অঞ্চলের মালিকানা বা নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলোচনা হবে না। যুক্তরাষ্ট্র প্যারিসে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছে এবং সেখানে যুদ্ধ থামানো ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাব অনুযায়ী, রাশিয়া বর্তমানে যেসব এলাকা দখল করে আছে, তা রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকবে। ইউক্রেন ন্যাটোতেও যোগ দিতে পারবে না। এ নিয়ে প্যারিসে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউক্রেনের প্রতিনিধি দল আলোচনা করেছে। আগামী সপ্তাহে লন্ডনে আবার বৈঠক হবে।
রাশিয়া এখনো ইউক্রেনের শহরে হামলা চালাচ্ছে। সম্প্রতি সুমি শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫ জন নিহত হয়েছে। এদিকে, ফ্রান্স ও যুক্তরাজ্য যুদ্ধের পর ইউক্রেনকে রক্ষা করার জন্য একটি যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা করছে। এতে ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করা হবে।
তবে অনেক দেশ মনে করছে, যুদ্ধ চলাকালীন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আলোচনার মূল বিষয় হচ্ছে পাঁচটি এলাকা। তবে তিনি বিস্তারিত বলেননি। রাশিয়া দাবি করছে, ক্রিমিয়া এবং জাপোরিঝঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে।
জেলেনস্কি বলেছেন, উইটকফের এসব বক্তব্য রাশিয়ার কৌশলের মতো। তিনি বলেন, ‘এই অঞ্চলগুলো আমাদের। যুদ্ধবিরতির আগে এসব নিয়ে কোনো আলোচনা নয়।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.