11/22/2024 হজে ছবি তোলা নিয়ে নতুন নির্দেশনা
মুনা নিউজ ডেস্ক
২১ জুন ২০২৩ ০৮:২৭
হজের সময় মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ছবি তোলার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। হজের বরকতময় সময়গুলোর সদ্ব্যবহার করতে এবং ইবাদতের প্রতি মনোনিবেশ করার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, হজের আনুষ্ঠানিকতা পালনের সময় ছবি তোলার কিছু শিষ্টাচার রয়েছে, হজ পালনকারীদের এসবের প্রতি যত্ন নেওয়া উচিত। ছবি তুলতে গিয়ে অন্য হজযাত্রীদের বিরম্বনা না ফেলার আহ্বান জানানো হয়েছে।
হজযাত্রীদের পবিত্র এই স্থানগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে নিষেধ করা হয়েছে টুইটবার্তায়। এছাড়াও ইবাদত পালনের সুবিধার্থে হজযাত্রীদের যাতায়াতের পথে বাধা সৃষ্টি না করতে বলা হয়েছে। এবং অন্যের গোপনীয়তাকে সম্মান করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, হজের সময় হজযাত্রীরা এই বরকতময় সময়কে স্মরণীয় করে রাখতে পবিত্র স্থানগুলোতে ছবি তুলতে ব্যস্ত থাকেন। এই বছর কোভিড -১৯ মহামারীর সময়ের হজযাত্রীর সংখ্যার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব।
সূত্র : আল-আরাবিয়া
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.