04/19/2025 নির্বাচনের আগে তিনটি বিষয়ে নিষ্পত্তি চায় জামায়াত : আমীর
মুনা নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫ ২৩:৩১
জাতীয় নির্বাচনের আগে অন্তত তিনটি শর্ত পূরণ চায় জামায়াত। মৌলিক সংস্কার ও গণহত্যার দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করা- এই তিনটি শর্ত পূরণ হলে একটি ভালো নির্বাচন হতে পারে বলে মনে করেন দলটির আমীর।
আর এসব বিষয় নিশ্চিত না করে জাতীয় নির্বাচন আয়োজন হলে পরিস্থিতি আগের মতোই থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে জামায়াতের আমীর এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারকে এমনভাবে নির্বাচন করতে হবে, যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। সমপ্রতি বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা। এই সফর শুরু হয় ৪ঠা এপ্রিল এবং শেষ হয় ১০ই এপ্রিল। এরপর তারা যুক্তরাজ্য সফর করে ১৩ই এপ্রিল দেশে ফিরে আসেন।
তিনি বলেন, সফরে আমার সঙ্গে ছিলেন নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফর নিয়ে জামায়াত আমীর বলেন, আমাদের লক্ষ্য ছিল ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা ও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তাদের দেশে কীভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন সমপন্ন হয় ও জাতীয় স্বার্থে দলমতের ঊর্ধ্বে কীভাবে এক সঙ্গে কাজ করে তা জেনেছি। এসব অভিজ্ঞতা নিয়ে উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথে আমরা এগিয়ে যেতে চাই। আমি মনে করি, এই সফর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, একটি দায়িত্বশীল ইসলামী রাজনৈতিক দল হিসেবে মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ ও দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখা। এ সফরে আমরা ছয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা হলেন- ইউরোপিয়ান কাউন্সিলের ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরুনিকা মুসিলভা, বেলজিয়াম সরকারি প্রতিনিধি ফ্রান্সিস দেলহে, ইউরোপিয়ান ইউনিয়নের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল মাইকেল সটার, ইউরোপিয়ান কমিশন, বেলজিয়াম ইকোনমিকস মিশনস ও স্টেটস ফিজিট অ্যাফেয়ার্সের ডিরেক্টর। এর বাইরেও আমরা বিভিন্ন অধিকার নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছি।
বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তিনি বলেন, আমরা গিয়েছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে। আমরা বৃটেনে গিয়ে লন্ডনে ঢুকেই প্রথমে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা অত্যন্ত ভালোবাসা ও সম্মানের সঙ্গে আমাদের গ্রহণ করেছেন। নিকট স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে এখন ভালো আছেন। কিছু আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা হয়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.