04/19/2025 ইয়েমেনের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলায় নিহত ৭৪
মুনা নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫ ২২:৫৭
পশ্চিম ইয়েমেনের একটি বন্দরে বৃহস্পতিবার মার্কিন সেনার বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৭১ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। মার্কিন বিমান হামলার যোগ্য জবাব দেয়ার হুমকি দিয়েছে হুথি যোদ্ধারা।
লোহিত সাগরে লাগাতার হুথি যোদ্ধাদের আক্রমণের শিকার হচ্ছে ইসরাইলের দোসর রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সালের নভেম্বর থেকে সেগুলি লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী।
যার ফলে লোহিত সাগরে বাণিজ্য ক্ষেত্রে বাধা পড়ছিল। আর্থিক ক্ষতিও হচ্ছিল। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আসীন হওয়ার পর থেকেই হুথিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ওয়াশিংটন।
গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে থাকা হুথিদের ঘাঁটি লক্ষ্য করে লাগাতার হামলা শুরু করেছে মার্কিন সেনা। বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে বিমান হামলা চালায় মার্কিন সেনারা। প্রথমে চারটি বিমান থেকে হামলা চালানো হয়। তখন বন্দরটিতে কাজ করছিলেন সাধারণ শ্রমিকরা।
বিমান থেকে একের পর এক বোমা পড়তে দেখায় খানিকটা ঘাবড়েও যান তারা। অনেকে প্রাণ নিয়ে পালানোর চেষ্টা চালান। কিন্তু সফল হননি। বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যান।
রাস ইসা তেল বন্দরে অতর্কিতে বিমান হামলার সপক্ষে যুক্তি দিতে গিয়ে পেন্টাগনের মুখপাত্র বলেছেন, ‘হুথি যোদ্ধাদের আয়ের অন্যতম প্রধান উৎস রাস ইসা বন্দর। এই উৎস থেকে বেআইনিভাবে আয় করছে তারা। হুথিদের অর্থের উৎস বন্ধ করতে হামলা চালানো হয়েছে।’ নিরীহ মানুষের প্রাণ কাড়া হামলার উদ্দেশ্য ছিল না বলে দাবিও করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.