04/20/2025 যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে ৪০ বিলিয়ন ডলার খরচ কমাতে চায় ট্রাম্প প্রশাসন
মুনা নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৭
ট্রাম্প প্রশাসন ফেডারেল স্বাস্থ্য বিভাগের বার্ষিক বিবেচনামূলক ব্যয় প্রায় এক-তৃতীয়াংশ বা ৪০ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা করছে, বুধবার একটি খসড়া বাজেট নথির উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট এখবর জানায় জানিয়েছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ডানাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ উপদেষ্টা বিলিয়নেয়ার ইলন মাস্কের অধীনে সরকারের ব্যাপক কাটছাঁটের মধ্যে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) কাঠামোর জন্য একটি প্রাথমিক আর্থিক পরিকল্পনা নেয়া হয়েছে।
২০২৬ সালের জন্য প্রস্তাবিত ৪০ বিলিয়ন ডলার কাটছাঁট ২০২৪ সালে কংগ্রেস কর্তৃক অনুমোদিত ১২১ বিলিয়ন ডলারের বাজেটের তুলনায় ব্যাপক ভাবে হ্রাস পাবে। এই "বিচারমূলক ব্যয়" বাধ্যতামূলক ব্যয়ের শত শত বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি, বিশেষ করে জনস্বাস্থ্য বীমা প্রোগ্রাম মেডিকেয়ার এবং মেডিকএইড, যা মোট এইচএইচএস বাজেট প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলারে নিয়ে আসে।
মার্চ মাসেই এইচএইচএর জন্য ব্যাপক পুনর্গঠনের ঘোষণা করা হয়েছিল, যার ফলে এর প্রায় এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাই করা হয়। চাকরি ছাঁটাই এই বিভাগের তত্ত্বাবধানে থাকা গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতেও প্রভাব ফেলেছে, যার মধ্যে রয়েছে মহামারী-প্রতিরোধী রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং নতুন ওষুধ অনুমোদনকারী খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
ওয়াশিংটন পোস্ট লিখেছে, প্রস্তাবিত বাজেটে ‘শুধুমাত্র ছাঁটাই নয়, বরং স্বাস্থ্য ও মানবসেবা সংস্থাগুলোর একটি বড় রদবদল এবং পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে।’ জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ) গবেষণা সংস্থার বেশ কয়েকটি শাখা একীভূত করা হবে।
দীর্ঘস্থায়ী রোগ সংক্রান্ত কর্মসূচি, গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নত করার প্রকল্প এবং নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা এর অন্তর্ভুক্ত রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.