04/19/2025 ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে 'ধ্বংসাত্মক' বললেন জো বাইডেন
মুনা নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫ ১৬:৪৩
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাইডেন বলেন, ট্রাম্পের শাসনকালে ১০০ দিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিশাল ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে, যা দেশটির ভবিষ্যতের জন্য বিপজ্জনক।
এই সমালোচনার মূল বিষয় ছিল, ট্রাম্পের শাসনকালে দেশটির ভিতর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বাইডেন শিকাগো সম্মেলনে তার বক্তব্যে বলেন, “১০০ দিনের মধ্যে, ট্রাম্প প্রশাসন এত ক্ষতি করেছে যে এটি একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে।” তিনি আরও বলেন, আমিরিকানরা জাতি হিসেবে এত বিভক্ত হয়নি কখনও। এই বিভক্তি থেকে দেশকে বের করে আনার জন্য একটি পজিটিভ পরিবর্তন প্রয়োজন।
বাইডেন বলেন, ট্রাম্প প্রশাসন আমেরিকার সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে এবং দেশটির সাধারণ মানুষের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, "এই নতুন প্রশাসন দ্রুত দেশের ভিতর তীব্র বিভক্তি সৃষ্টি করেছে এবং দেশের স্বার্থে এর পরিবর্তন জরুরি।"
তবে বাইডেনের এই বক্তব্যের পর হোয়াইট হাউস থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বাইডেনের বক্তব্যকে তাচ্ছিল্য করে বলেন, “বাইডেন ঘুমাতে যাওয়ার আগে এই বক্তৃতাটি দিয়েছেন।”
অবশ্য, বাইডেন এই অবস্থার বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করলেও ট্রাম্প প্রশাসন তার বক্তব্যকে গুরুত্ব দিতে চায়নি। হোয়াইট হাউসের দাবি, বাইডেন মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার মন্তব্য সত্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
এর ফলে, আগামী দিনে আমেরিকার রাজনৈতিক আঙিনায় এই বিষয়টি নিয়ে আরও তীব্র বিতর্কের সৃষ্টি হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.