04/16/2025 ১২ ফরাসি কর্মকর্তাকে আলজেরিয়া ত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মুনা নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ২১:০৩
আলজেরিয়া সরকার ৪৮ ঘণ্টার মধ্যে ১২ জন ফরাসি কর্মকর্তাকে আলজেরিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে উল্লেখ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সোমবার, বলেছেন এটি ফ্রান্সে তিনজন আলজেরিয়ার নাগরিককে গ্রেপ্তারের সাথে সম্পর্কিত। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন, ‘আমি আলজেরিয়ার সরকারকে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। যদি আমাদের কর্মকর্তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে অবিলম্বে পাল্টা ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না’।এক কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, এই ১২ জনের মধ্যে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সদস্যও রয়েছেন।
গত শুক্রবার, ফরাসি প্রসিকিউটরগণ প্যারিসের একটি শহরতলিতে ২০২৪ সালের এপ্রিলে একজন আলজেরিয়ার প্রভাবশালী ব্যক্তি আমির বোখোরসকে অপহরণের সাথে জড়িত থাকার সন্দেহে একজন কনস্যুলার কর্মকর্তাসহ তিন আলজেরিয়ানকে অভিযুক্ত করেছেন।
আলজেরিয়া এবং তার সাবেক এই ঔপনিবেশিক শক্তির মধ্যে সম্পর্কের এক নাজুক সময়ে এই অভিযোগ আনা হয়েছে। যেখানে আলজেরিয়া দাবি করেছে যে সম্পর্ক মেরামতের সাম্প্রতিক প্রচেষ্টাকে নস্যাৎ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
‘আমির ডিজেড’ নামে পরিচিত বোখোরস আলজেরিয়ার সরকারের একজন বিরোধী এবং টিকটকে তার দশ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি ২০১৬ সাল থেকে ফ্রান্সে আছেন এবং ২০২৩ সালে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। তার আইনজীবীর মতে, ২০২৪ সালের এপ্রিলে তাকে অপহরণ করা হয় এবং পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয়।
আলজেরিয়া প্রভাবশালীকে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে আনার দাবি করছে। তার বিরুদ্ধে জালিয়াতি এবং সন্ত্রাসী অপরাধের অভিযোগে নয়টি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.