11/22/2024 কাবার গিলাফ তৈরির বর্ণনা দিচ্ছে রোবট
মুনা নিউজ ডেস্ক
২০ জুন ২০২৩ ১২:২০
অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সবকিছু। রোবটের সাহায্যে দেওয়া হচ্ছে মুসল্লিদের সেবা। মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্ত রাখতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক রোবট। এবার রোবটকে দর্শনার্থীদের কাছে পবিত্র কাবাঘরের গিলাফ তৈরির বর্ণনা দিতেও দেখা গেল।
সম্প্রতি মক্কায় অবস্থিত গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সে এমন রোবট চালু করা হয়। সৌদি টিভি চ্যানেল আল-ইখবারিয়া সূত্রে জানা যায়, সেই রোবটটি আরবি ভাষা ছাড়াও ১১ ভাষায় দর্শকদের সঙ্গে কথা বলে।
দর্শনার্থীদের অভিবাদন জানানোর পাশাপাশি গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরিচিতি ও গিলাফ তৈরির প্রক্রিয়া তাদের কাছে তুলে ধরছে। অবশ্য সেই ভাষাগুলো কী তা সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে ২০২১ সালে করোনা মহামারি সংক্রমণ রোধে পবিত্র মসজিদুল হারামে রোবটের ব্যবহার শুরু হয়। তখন মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্তকরণ, আচার-অনুষ্ঠান সম্পর্কে মুসল্লিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, জমজম পানি বিতরণসহ বিভিন্ন কাজে এসব রোবটের ব্যবহার দেখা গেছে। বর্তমানে মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্ত রাখতে ১১টি রোবট রয়েছে।
ভিডিও লিংক
https://twitter.com/alekhbariyatv/status/1669221029422530560?s=20
সূত্র : ইকনা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.