04/16/2025 আমেরিকার সাথে আলোচনার পরই মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫ ২০:৪৪
রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (১২ এপ্রিল) ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে অংশ নেয় ইরান। ওই বৈঠকের বিস্তারিত নিয়ে আলোচনা করতেই মূলত মস্কো যাচ্ছেন আরাঘচি।
এ সপ্তাহেই মস্কো যাওয়ার কথা রয়েছে আরাঘচির। এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। খবর এএফপির। সোমবার এএফপিকে তেহরানের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, ‘ড. আরাঘচি এ সপ্তাহের শেষ দিকে মস্কো সফরে যাবেন।’
তিনি আরও জানান, এ সফর ‘পূর্বনির্ধারিত’ এবং এটি ‘মাসকাট আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময়ের একটি সুযোগ হবে।’ শনিবারের বৈঠকের পর উভয় দেশই একে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ বলে আখ্যায়িত করে।
অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নিতে চান তিনি। ইতোমধ্যে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের চুক্তি সফল না হলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আগামী শনিবার তেহরান-ওয়াশিংটনের প্রতিনিধিরা রোমে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে পারেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.