04/16/2025 ১.৬ বিলিয়ন ইউরো নিয়ে ফিলিস্তিনিদের পাশে ইউরোপীয় ইউনিয়ন
মুনা নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫ ১৯:৫২
ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) জন্য আর্থিক সহায়তা বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী তিন বছর মেয়াদে এই সহায়তার পরিমাণ হবে প্রায় ১৬০ কোটি ইউরো (১৮০ কোটি মার্কিন ডলার)। মধ্যপ্রাচ্য বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনার দাবরাভকা সুইসা বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
তিনি বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ করে আসছেন সমালোচকরা। পিএ’র সংস্কার এবং আর্থিক সহায়তা কর্মসূচি যুগপৎভাবে চলমান থাকবে।
“আমরা চাই পিএ নিজেদের সংস্কার করুক। নাহলে তারা যথেষ্ট শক্তিশালী হবে না এবং সংলাপে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতাও তৈরি হবে না। কেবল আমাদের জন্য নয়, ইসরায়েলের সঙ্গে আলোচনায় যাওয়ার জন্যও তাদের পর্যাপ্ত বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা প্রয়োজন,” বলেন দাবরাভকা।
সোমবার লুক্সেমবার্গে ইইউ-র পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা ও অন্যান্য কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক সংলাপের আগে এই মন্তব্য করেছেন সুইসা।
ফিলিস্তিনিদের সবচেয়ে বড় দাতা ইইউ। এই জোটের কর্মকর্তারা আশা করছেন, গাজা যুদ্ধের অবসান ঘটলে সেখানকার দায়িত্বও একসময় পিএ নিবে। বর্তমানে পিএ পশ্চিম তীরের শাসন পরিচালনা করছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবর বলে আসছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) হাতে গাজা ছেড়ে দেওয়া হবে না।
তাছাড়া, মধ্যপ্রাচ্যে ইইউ-র দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যও পরিহার করে আসছে ইসরায়েল। এই দ্বি-রাষ্ট্র সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা আছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.