04/18/2025 মুনা কানেকটিকাট চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫ ২৩:০৪
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা কানেকটিকাট চ্যাপ্টারের আয়োজনে গত ৫ এপ্রিল, শনিবার মুনা সেন্টার অব কানেকটিকাট (এমসিসি ) মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং পবিত্র মাহে রমাদানের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়নের তাগিদ দেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মুনা ইস্ট জোন সেক্রেটারি হুমায়ুন কবির চৌধুরী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাশিদ শিল্পী ইকবাল হোসাইন জীবন।
অনুষ্ঠান পরিচালনা করেন মুনা ইস্ট জোন কমিউনিকেশন, মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর আকবর উদ্দিন। মুনা ইয়ুথ কানেকটিকাট চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট ইরফানুল হকের কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন কানেকটিকাট চ্যাপ্টার প্রেসিডেন্ট মোজির উদ্দিন। তিনি অতিথি এবং অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সাংগঠনিক জীবনের গুরুত্বর উপর আলোচনা করেন।
ঈদ পূনর্মিলনীর বিশেষ আকর্ষণ ছিলো শিল্পী ইকবাল হোসাইন জীবনের নাশিদ পরিবেশন। পাশাপাশি আটলান্টিক কালচারাল গ্রুপ এবং উম্মাহ কালচারাল গ্রুপ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানকে করে তোলে উপভোগ্য ও উৎসবমুখর।
পরিশেষে সমাপনী বক্তব্য রাখেন ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কানেকটিকাট চ্যাপ্টার সেক্রেটারি আতাউল শাহেদ।
আয়োজকদের প্রত্যাশা, উক্ত ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত স্থানীয় মুসলিম কমিউনিটির মাঝে ভ্রাতৃত্ববোধ এবং দ্বীনি চেতনাকে আরও সুদৃঢ় করবে।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.