04/16/2025 শুরু হয়েছে কুরআন অ্যাকাডেমি ফর ইয়ং স্কলার্স (QAFYS)-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম
মুনা সাংগঠনিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৫
কুরআন অ্যাকাডেমি ফর ইয়ং স্কলার্স (QAFYS) আনুষ্ঠানিকভাবে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তিচ্ছুদের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক আদর্শের সমন্বয়ে গঠিত একটি ভারসাম্যপূর্ণ ও মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের লক্ষ্য হচ্ছে এমন এক প্রজন্ম তৈরি করা যারা ইসলামিক জ্ঞান ও মূল্যবোধে দৃঢ় থাকবে এবং একাডেমিক ক্ষেত্রেও উৎকর্ষ অর্জন করবে। QAFYS এমন একটি পরিবেশে শিক্ষা প্রদান করে যেখানে একজন শিক্ষার্থী মানসিক, নৈতিক ও একাডেমিক দিক থেকে পরিপূর্ণভাবে বিকশিত হয়ে মুসলিম উম্মাহর ভবিষ্যত নেতৃত্বের জন্য তৈরি হতে পারে।
QAFYS-এর পাঠ্যসূচি ও প্রোগ্রামসমূহ নিন্মরূপ-
হিফ্জ প্রোগ্রাম: (গ্রেড টু থেকে গ্রেড ফাইভ সমমান) পূর্ণকালীন কুরআন মুখস্থকরণ।
আলিম কোর্স: (গ্রেড সিক্স থেকে গ্রেড টুয়েল্ভ সমমান) উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন।
একাডেমিক কারিকুলাম: ম্যাথমেটিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস, সায়েন্স ও সোস্যাল স্টাডিজ; যা নিউ ইয়র্ক স্টেট স্ট্যান্ডার্ড -এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
শারীরিক শিক্ষা: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য নিয়মিত কার্যক্রম।
একজন শিক্ষার্থী কেন QAFYS-কে বেছে নেবে জানতে চাইলে কর্তৃপক্ষ বলেন, তারা শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করতে যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তা হলো,
অভিজ্ঞ শিক্ষকবৃন্দ: যারা শিক্ষার্থীদের আধ্যাত্মিক ও একাডেমিক বিকাশে আন্তরিকভাবে উৎসর্গিত করে তুলবে।
ভারসাম্যপূর্ণ শিক্ষা পরিবেশ: দীনের শিক্ষার সঙ্গে দুনিয়ার বিদ্যার সমন্বয় সাধন।
চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশ: নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ গঠনে বিশেষ গুরুত্ব প্রদান।
কমিউনিটি এনগেজমেন্ট: শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ জাগাতে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা।
QAFYS তিনটি ক্যাম্পাসে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে-
BMMCC ক্যাম্পাস (ওজোন পার্ক/ইস্ট ব্রুকলিন) – 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208
আবেদন: https://www.cognitoforms.com/QuranAcademyBMMCC/_20252026NewStudentApplicationFormBMMCC
PIC ক্যাম্পাস (পার্কচেস্টার, ব্রঙ্কস) – 1375 Virginia Ave, Bronx, NY 10462
আবেদন: https://www.cognitoforms.com/QuranAcademyBMMCC/_20252026NewStudentApplicationFormPIC
BIC ক্যাম্পাস (ওয়েস্ট ব্রুকলিন) – 715 Church Ave, Brooklyn, NY 11218
আবেদন: https://www.cognitoforms.com/QuranAcademyBMMCC/_20252026NewStudentApplicationFormBIC
আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত আবেদন করার অনুরোধ করা জানিয়েছেন কুরআন অ্যাকাডেমি ফর ইয়াং স্কলার্স কর্তৃপক্ষ।
QAFYS -এর শিক্ষা কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানতে বা আবেদন করতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েব সাইট ww.qafys.org ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া নিন্মোক্ত কন্টাক্ট নাম্বার বা ই-মেইলেও যোগাযোগের ব্যবস্থা রয়েছে :
ফোন: ???? 1-844-442-6622 ext. 2
ই-মেইল: [email protected]
কুরআন অ্যাকাডেমি ফর ইয়ং স্কলার্সের পরিচালক ও মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমাদ আবু উবাইদা বলেন, "আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা ইসলামিক মূল্যবোধে দৃঢ় এবং একাডেমিক ক্ষেত্রেও শ্রেষ্ঠত্ব অর্জনে সক্ষম হবে।'' তিনি QAFYS-এর এই অগ্রযাত্রায় অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.