04/13/2025 নির্ধারিত সময়ের বেশি থাকলেই জেলে পাঠাচ্ছে সৌদি সরকার
মুনা নিউজ ডেস্ক
১২ এপ্রিল ২০২৫ ১৮:২৯
বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, বিদেশি ওমরাযাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার ( ১২ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৯ এপ্রিলের মধ্যে সব উমরাহ যাত্রীদের দেশত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর দেশটিতে অবস্থান করলে এটি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর ফলে ওমরাহ যাত্রীদের জরিমানা, কারাদণ্ড ও বহিষ্কারের মুখে পড়তে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিসার শর্ত ভঙ্গ করলে তা শুধু নিরাপত্তা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাপনার ওপরও চাপ সৃষ্টি করে, যা কোটি কোটি হাজির চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামী বলেন, নিরাপত্তা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। পবিত্র অতিথিদের নিরাপত্তা ও সম্মান রক্ষাই আমাদের মূল লক্ষ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইতোমধ্যেই যৌথ অভিযান শুরু হয়েছে। ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রায় ১৮ হাজার ৪০০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১২ হাজার ৯৯৫ আবাসিক আইন ভঙ্গকারী।
আইনজীবী আহমদ আল মালিকি জানিয়েছেন, প্রথমবার ভিসা আইন ভঙ্গ করলে ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় চার লাখ ৮৫ হাজার টাকা) জরিমানা এবং বহিষ্কার করা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ২৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট লাখ টাকা) জরিমানা ও ৩ মাস জেল ও বহিষ্কার করা হবে। তৃতীয়বার ৫০ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) জরিমানা, ৬ মাস জেল ও বহিষ্কার হতে পারে।
আইনে বলা হয়েছে, যারা অবৈধভাবে ওভারস্টে থাকা ব্যক্তিদের আশ্রয়, চাকরি বা পরিবহন দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা, জেল, যানবাহন জব্দ এবং বিদেশি হলে বহিষ্কার করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, উমরাহ সেবা প্রদানকারী কোম্পানিগুলোকেও সতর্ক করা হয়েছে- যারা দেরিতে চলে যাওয়া যাত্রীদের বিষয়ে রিপোর্ট করবে না, তাদেরও ধাপে ধাপে ২৫ হাজার থেকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.