04/15/2025 সব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প : বাদ পড়লো চীন
মুনা নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৫ ১৭:৩২
বিশ্ব অর্থনীতিকে টালমাটাল পরিস্থিতিতে ফেলে দেওয়া শুল্কযুদ্ধ নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীন ছাড়া নতুন আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। এই সময়ে দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। আর চীনা পণ্যের ওপর শুল্কের হার ১২৫ শতাংশে উন্নীত করেছেন ট্রাম্প। এর মাধ্যমে তিনি বেইজিংয়ের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করলেন।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, তিনি চীনের ওপর শুল্ক বাড়াচ্ছেন, যাতে বেইজিংকে আলোচনার টেবিলে আনা যায়। খবর বিবিসি ও সিএনএনের।
শুল্ক স্থগিত করার অনুরোধ রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
শতাধিক দেশের ওপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে অস্থির করে তোলার এক সপ্তাহের মাথায় বুধবার ট্রুথ সোশ্যালে তা স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প।
তিনি লিখেছেন, চীন বিশ্ববাজারের প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ নির্ধারণ করছি। এটা অবিলম্বে কার্যকর হবে। আশা করি, নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে- যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না।
ট্রাম্প লিখেছেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) রয়েছে।
দেশগুলো বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে চীন বাদে অন্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেছি। একই সঙ্গে এই সময়ের জন্য পাল্টা শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি। এটাও অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও মার্কিন পণ্য আমদানিতে আগের ৩৪ শতাংশের সঙ্গে বৃহস্পতিবার থেকে ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়। আকাশচুম্বী এ শুল্কহার বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলেছে। এটি পুরো বিশ্ব-অর্থনীতিকে টালমাটাল অবস্থায় ফেলে দেয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.