04/13/2025 বিদেশি ওমরাহ পালনকারীদের ২৯ এপিলের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে
মুনা নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৬
চলতি বছর হজ মৌসুমের আগে ওমরাহ পালন করতে সৌদি আরব প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল। আর সমস্ত বিদেশি ওমরাহ পালনকারী ব্যক্তিকে ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এসব নির্দেশনা সম্বলিত বিবৃতি প্রকাশ করেছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম দ্য গালফ নিউজ এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হজ আয়োজনের সমস্ত আনুষ্ঠানিকতা শুরু করার জন্য এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও কোনও বিদেশি ওমরাহ পালনকারী দেশটিতে অবস্থান করলে, সেটিকে সৌদি আরবের হজ ও ওমরাহ সংক্রান্ত ভিসা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।
শাস্তির বিষয়ে সতর্ক করে কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ওমরাহ পরিষেবা সংস্থার বিরুদ্ধে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
হজের আগে বিদেশিদের জন্য ওমরাহ সাময়িকভাবে স্থগিত করার এই পদক্ষেপ সৌদি আরবের দীর্ঘদিনের নীতি। মানুষের চাপ সামলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুরো হজ মৌসুমে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই আদেশ দেওয়া হয়ে থাকে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.