04/08/2025 ট্রাম্পবিরোধী বিক্ষোভে কমালা হ্যারিসের সমর্থন
মুনা নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ২০:৩৩
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বিলিয়নেয়ার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে চলমান বিক্ষোভকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে রেসিপ্রোক্যাল ট্যারিফের ঘোষণা করেছেন ট্রাম্প। এই সঙ্গেই এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট। তার এই ঘোষণার প্রতিবাদ জানিয়েছে একাধিক দেশ।
এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের নীতি এবং নির্বাহী আদেশের বিরুদ্ধে বিপুলসংখ্যক মানুষ পথে নেমেছেন।
ট্রাম্পের এই নীতির প্রতিবাদ জানিয়ে ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে হেরে যাওয়া হ্যারিস ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমেরিকানদের প্রশংসা করেন এবং বলেন যে তাদের কণ্ঠস্বর 'অনির্বাচিত বিলিয়নেয়ারদের' চেয়েও জোরালো হবে।
একটি পোস্টে হ্যারিস লিখেছেন, 'আজ আমাদের দেশের প্রতিটি রাজ্যে, আমেরিকানরা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে কারণ তারা পূর্ণ গতিতে প্রজেক্ট ২০২৫ বাস্তবায়ন করছে। তাদের এই বিক্ষোভ ‘সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার , শিক্ষা বিভাগ এবং হেড স্টার্টের মতো কর্মসূচির পক্ষে; বিশুদ্ধ বাতাস এবং পানির পক্ষে; সরকারি হস্তক্ষেপ ছাড়াই নিজের শরীর সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের পক্ষে দাঁড়াতে আপনার কণ্ঠস্বর এবং শক্তি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।’
প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে ক্ষুব্ধ হাজার হাজার আমেরিকান শনিবার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে মিছিল ও সমাবেশ করেছে। রিপাবলিকানদের ক্ষমতা গ্রহণের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। নাগরিক অধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষ, অ্যাডভোকেট, নির্বাচনী কর্মীসহ ১৫০ টিরও বেশি গোষ্ঠী ৫০টি রাজ্যের ১,২০০ টিরও বেশি স্থানে ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভের আয়োজন করেছিল। সমাবেশগুলো শান্তিপূর্ণ ছিল, তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের কোনও খবর পাওয়া যায়নি
যুক্তরাজ্য, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, পর্তুগাল, মেক্সিকো এবং পুয়ের্তো রিকোর মতো বেশ কয়েকটি দেশে স্যাটেলাইট বিক্ষোভ সংগঠিত হয়েছিল। আমেরিকায়, নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটন থেকে শুরু করে অ্যাঙ্কোরেজ, আলাস্কা এবং ওয়াশিংটন পর্যন্ত শহরগুলোতে বিক্ষোভকারীরা ট্রাম্প এবং বিলিয়নেয়ার ইলন মাস্কের সরকারী কর্তৃত্ব হ্রাস, অর্থনীতি, অভিবাসন এবং মানবাধিকার সম্পর্কিত পদক্ষেপের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
টেসলা, স্পেসএক্স এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পরিচালনাকারী ট্রাম্পের উপদেষ্টা মাস্ক, নবনির্মিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে একরোখা মনোভাব দেখিয়ে চলেছেন। তিনি বলেছেন যে, কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে করদাতাদের কোটি কোটি ডলার সাশ্রয় করছেন। বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট।
তিনি সর্বদা যোগ্যদের জন্য সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার প্রদান করবেন। ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের জন্য সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার সুবিধা প্রদান করেছে। এই প্রোগ্রামগুলো আমেরিকাকে দেউলিয়া করে দেবে এবং দেশের প্রবীণদের বঞ্চিত করবে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.