04/08/2025 হজ মৌসুমের অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল সৌদি
মুনা নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ২১:২৭
বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। হজ মৌসুমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
দ্য নিউজ ইন্টারন্যাশনের একটি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে—পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওমরাহ ভিসাধারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ সাময়িক ভিসা নিষেধাজ্ঞার পেছনে একাধিক কারণ চিহ্নিত করেছে, তবে মূল কারণ হলো অবৈধভাবে হজ পালন। অতীতে অনেক মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে সেখানে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করেছেন, যা অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে।
অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্মকর্তারা জানান, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে পরে অবৈধভাবে কাজ করতে শুরু করেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সহজ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সহায়তা করবে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে জরিমানা এড়ানো যায়।
এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি সময়ে তুলে নেওয়া হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.