04/07/2025 ঈদের ছুটিতে ১ কোটির বেশি সিমধারীর ঢাকা ত্যাগ
মুনা নিউজ ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ২২:৩৩
এবার ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী রাজধানী ঢাকা ছেড়েছেন। এই সময়ের মধ্যে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখের বেশি সিমধারী।
শনিবার (৫ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন, যা প্রায় অর্ধেকের সমান।
তার দেওয়া তথ্য মতে, গত ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ছাড়েন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী। সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ঢাকা ছাড়েন ৩০ মার্চ। এই সাত দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী।
যদিও মোবাইল সিমের হিসেবে ঢাকা ত্যাগ ও প্রবেশের সঠিক তথ্য নিরুপণ সম্ভব নয়। কারণ, সিমধারী বলতে একক মানুষকে বোঝানো হয়েছে। অনেক প্রবীণ নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে; যারা মোবাইল ফোন ব্যবহার করে না। আবার একই ব্যক্তি বিভিন্ন অপারেটরের কয়েকটি সিমও ব্যবহার করে থাকেন। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.