04/07/2025 চমকপ্রদ 'গোল্ড কার্ড' ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১৭:৪০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো “গোল্ড কার্ড” ভিসা উন্মোচন করেছেন। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও “দ্য ট্রাম্প কার্ড” লেখা একটি প্রোটোটাইপ রয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের বলেন, “বিশেষ এই ভিসা সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে।”
তিনি বলেন, “আমিই প্রথম ক্রেতা। বেশ চমকপ্রদ, তাই না?” এর আগে ট্রাম্প বলেছিলেন, “নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে।”
সাবেক রিয়েল এস্টেট ধনকুবের ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাসনে পাঠাচ্ছেন। তিনি বলেন, “এই নতুন কার্ড উচ্চ মূল্যের মার্কিন নাগরিকত্ব লাভের পথ তৈরি করবে।”
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন “১০ লাখের মতো” কার্ড বিক্রির আশা করছে। রাশিয়ার ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন- এমন সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.