04/05/2025 দিরহামের নতুন সিম্বল ও ডিজিটাল মুদ্রা উন্মোচন করলো আরব আমিরাত
মুনা নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৫ ২২:২৫
সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই) জাতীয় মুদ্রা ‘দিরহাম’-এর জন্য নতুন প্রতীক উন্মোচন করেছে। একইসঙ্গে ডিজিটাল দিরহামের জন্য একটি আলাদা চিহ্নও ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) এ নতুন প্রতীক উন্মোচন করা হয় বলে জানায় দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম।
ডব্লিউএএম জানায়, সিবিইউএই আন্তর্জাতিক মুদ্রা হিসেবে সংযুক্ত আরব আমিরাত দিরহাম প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দিরহামের ইংরেজি লেটারের প্রথম অক্ষরটি বেছে নেওয়া হয়েছে। যা দেশের মুদ্রার প্রতিনিধিত্বকারী একটি আন্তর্জাতিক প্রতীক হিসেবে কাজ করবে। যা এখন দিরহামের স্থিতিশীলতাকে মূর্ত করতে সংযুক্ত আরব আমিরাতের পতাকা দ্বারা অনুপ্রাণিত হয়ে আর্থিক ও আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে।
এছাড়া ডিজিটাল দিরহামের প্রতীকে সংযুক্ত আরব আমিরাতের পতাকার রঙ ব্যবহার করে মুদ্রার প্রতীকের চারপাশে একটি বৃত্ত তৈরি করা হয়েছে।
এছাড়া ডিজিটাল দিরহামে সংযুক্ত আরব আমিরাতের পতাকার রঙ ব্যবহার করে মুদ্রার প্রতীকের চারপাশে একটি বৃত্ত তৈরি করা হয়েছে। এখন থেকে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, আর্থিক সংস্থা এবং ফিনটেক কোম্পানির মাধ্যমে ডিজিটাল দিরহাম পেতে সক্ষম হবে।
সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা বলেছেন, আমরা আজ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় মুদ্রার জন্য নতুন প্রতীক ‘দিরহাম’ এর ভৌত এবং ডিজিটাল উভয় রূপেই উন্মোচন করতে পেরে গর্বিত। এটি ডিজিটাল দিরহাম প্রোগ্রাম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি এবং সিবিইউএই-এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের দিকে একটি অগ্রগতি প্রতিফলিত করে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.