04/10/2025 নিউইয়র্কে মুনা ইয়থ ব্রুকলীন সাউথ চ্যাপ্টারের আয়োজনে ”কোরআন নাইট”
মুনা নিউজ ডেস্ক
৩ এপ্রিল ২০২৫ ২২:০৮
নিউইয়র্ক, ২৮ মার্চ ২০২৫: মুসলিম উম্মাহ্ অফ নর্থ আমেরিকা-মুনা ইয়থ ব্রুকলীন সাউথ চ্যাপ্টার গত শুক্রবার ”কোরআন নাইট” অনুষ্ঠানেরর আয়োজন করে। বিআইসিতে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা ব্রুকলীন সাউথ এর সেক্রেটারি জনাব হাসান রাজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং মুনা মজলিশ-ই সুরা সদস্য জনাব আবু সামিহা সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনা ডিরেক্টর অব সোশ্যাল সার্ভিস জনাব শাফায়াত হোসেন সাফা, মুনা নিউইয়র্ক সাউথ জোন সেক্রেটারি জনাব এ কে এম সাইফুল আলম এবং বিআইসি প্রেসিডেন্ট জনাব সাইফুল আলম আযম।
কোরআন নাইটে মোট ১২০ জন ইয়থ সদস্য, যার মধ্যে ৩০ জন ইয়থ সিস্টারও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন ইয়থ মেহরাজ এবং ইয়থ শাহীন।
এছাড়া, আয়োজনে অংশগ্রহণকারীরা কোরআন শরীফের তিলাওয়াত করেন এবং ইসলামী শিক্ষা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শহীদ উল্লাহ কাইছার
নিউইয়র্ক থেকে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.