04/10/2025 জরিপ: বেশিরভাগ আমেরিকানের মতে ট্রাম্পের শুল্কনীতি ক্ষতিকর
মুনা নিউজ ডেস্ক
৩ এপ্রিল ২০২৫ ২০:৪০
বাংলাদেশসহ অন্তত ১২টি দেশের ওপর নতুন করে শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। যাকে ‘রেসিপ্রোকাল অ্যাকশন’ বলা হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো যে শুল্ক নেয় তার প্রতিক্রিয়া হিসেবে নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে।
তবে ট্রাম্পের এমন ‘আগ্রাসী’ নীতির সঙ্গে একমত নন সংখ্যাগরিষ্ঠ জনগণ। এক জরিপে দেখা গেছে, দেশটির ৫৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি দেশটির অর্থনীতির জন্য ক্ষতিকারক। খবর আনাদোলু এজেন্সির।
মারকুয়েট ল স্কুল এই জরিপটি করেছে। এতে গত ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর ট্রাম্পের শাসন পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।
ফলাফল বলছে, ৫৮% বিশ্বাস করেন যে ট্রাম্প ঘোষিত শুল্ক অর্থনীতির ক্ষতি করবে আর ২৮% মনে করেন, তারা লাভজনক হবেন।
৫৮ শতাংশ বলেছেন, তারা মনে করেন, ট্রাম্পের নীতি মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলবে।
এই জরিপে মোট ৪৩ শতাংশ আমেরিকান ট্রাম্প সম্পর্কে নেতিবাচক মতামত পোষণ করেছেন। ৬৪ শতাংশ বিশ্বাস করেন, ইউএসএআইডি ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো প্রতিষ্ঠান বন্ধ করা প্রেসিডেন্টের এখতিয়ারের বাইরে।
জরিপে উত্তরদাতাদের ৭০ শতাংশ বলেছেন, যেসব বিচারক ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেন, তাদের অপসারণ করা উচিত হবে না।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তার নির্বাহী আদেশগুলো প্রায়শই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। অনেক ফেডারেল বিচারক এই নীতিগুলো স্থগিত বা বাতিল করার জন্য রায় জারি করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.